কাউন্সিলের বহিঃস্থ গুণগতমান নিরূপণ বিষয়ক নির্দেশিকা অনুসরণে কাউন্সিল কর্তৃক নিয়োজিত অ্যাক্রেডিটেশন কমিটি বহিঃস্থ গুণগতমান নিরূপণ কাজ সম্পন্ন করিবে। বহিঃস্থ গুণগতমান নিরূপণে
নিম্নবর্ণিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকিবে :
(ক) দলিলাদির পর্যালোচনা
অ্যাক্রেডিটেশন কমিটি অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট প্রাপ্তির জন্য আবেদনের সহিত দাখিলকৃত দলিলাদি ও স্ব-নিরূপণ প্রতিবেদন পর্যালোচনা করিবে;
(খ) সরেজমিন পরিদর্শন
বহিঃস্থ গুণগতমান নিরূপণের অবিচ্ছেদ্য অংশ হিসাবে, কাউন্সিলের সহিত পরামর্শক্রমে অ্যাক্রেডিটেশন কমিটি আবেদনকারী প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শনের জন্য অনূর্ধ্ব ০৫(পাঁচ) কার্যদিবসের একটি
পরিদর্শনসূচি তৈরি করিবে। এই পরিদর্শনসূচি কাউন্সিল হইতে সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তা বরাবর প্রেরণ করা হইবে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম
পরিচালনাকারী সত্তা উক্ত সূচি অনুযায়ী বহিঃস্থ গুণগতমান নিরূপণ কাজ পরিচালনায় সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তা
পরিদর্শনকালে অ্যাক্রেডিটেশন কমিটি নিম্নবর্ণিত কার্যাবলি সম্পন্ন করিবে:
১) শিক্ষণ ও শিখন (Teaching-Leraning) পদ্ধতি মূল্যায়ন ব্যবস্থা পরিদর্শন ও পর্যবেক্ষণ;
২) অ্যাসাইনমেন্ট, উত্তরপত্র, প্রশ্নপত্র, কোর্স ফাইল, বিভিন্ন সভার কার্যবিবরণী এবং সংশ্লিষ্ট নথিপত্র ও দলিলাদি পর্যবেক্ষণ ও পর্যালোচনা;
৩) কোয়ালিটি অ্যাসুরেন্স এর বিভিন্ন বিষয়াদি ও ভৌত সুবিধাবলি পরিদর্শন ও পর্যবেক্ষণ;
৪) প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী, গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসন ও সর্বোচ্চ ব্যবস্থাপনার মূল
ব্যক্তিবর্গসহ প্রধান অংশীজনদের সহিত পৃথকভাবে সাক্ষাৎ এবং কোয়ালিটি অ্যাসুরেন্স-এর বিভিন্ন বিষয়াদি ও কাউন্সিলের অ্যাক্রেডিটেশনের মানদণ্ড এর পরিপ্রেক্ষিতে আবেদনকারী প্রতিষ্ঠানের বিরাজমান
পরিস্থিতি সম্পর্কে নিবিড় আলোচনা;
৫) প্রাতিষ্ঠানিক অ্যাক্রেডিটেশনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, ডিন, পরিচালক (IQAC), রেজিস্ট্রার, কম্পট্রোলার/অর্থ পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনার অন্যান্য অধিকর্তাদের সহিত সমাপনী সভা অনুষ্ঠান। অন্যান্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট অধিকর্তাদের সহিত সমাপনী সভা অনুষ্ঠান;
৬) একাডেমিক প্রোগ্রাম অ্যাক্রেডিটেশনের ক্ষেত্রে সমাপনী সভায় পরিচালক (IQAC), একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তার অনুষদীয় ডিন/ইন্সটিটিউট প্রধান, বিভাগীয় প্রধান ও শিক্ষকদের সহিত বহিঃস্থ গুণগতমান নিরূপণ সংশ্লিষ্ট পর্যবেক্ষণ ও ফলাফল বিষয়ে মতবিনিময়।
(গ) পরিদর্শন-উত্তর মূল্যায়ন
সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তা পরিদর্শন শেষে অ্যাক্রেডিটেশন কমিটি, কাউন্সিলের অ্যাক্রেডিটেশন মানদণ্ডর আলোকে ইহার প্রতিপালনের (Compliance) মাত্রা নির্ধারণসহ ত্রুটি বিচ্যুতি ও ঘাটতি চিহ্নিত করিয়া একটি খসড়া বহিঃস্থ গুণগতমান নিরূপণ প্রতিবেদন প্রস্তুত করিবে।
পূর্ববর্তী পাতা । মূল পাতা । পরবর্তী পাতা
ধারাসমূহঃ ১ । ২ । ৩ । ৪ । ৫ । ৬ । ৭ । ৮ । ৯ । ১০ । ১১ । ১২ । ১৩ । ১৪ । ১৫ । ১৬ । ১৭ । ১৮ । ১৯ । ২০ । ২১ । ২২ । ২৩ । ২৪ । ২৫