কাউন্সিল ০৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করিবে। এই কমিটিতে ০১ (এক) জন প্রধান ও ০২ (দুই) জন সদস্য থাকিবেন। একাডেমিক প্রোগ্রাম অ্যাক্রেডিটেশনের ক্ষেত্রে, অ্যাক্রেডিটেশনের জন্য বিবেচনাধীন একাডেমিক প্রোগ্রামের সংশ্লিষ্ট বিষয়/ডিসিপ্লিন হইতে অধ্যাপক পদমর্যাদার শিক্ষকবৃন্দ হইবেন বিশেষজ্ঞ কমিটির সদস্য। প্রাতিষ্ঠানিক অ্যাক্রেডিটেশনের ক্ষেত্রে, অ্যাক্রেডিটেশনের জন্য বিবেচনাধীন প্রতিষ্ঠানের অনুরূপ কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় অভিজ্ঞ অধ্যাপক পদমর্যাদাধারী শিক্ষকবৃন্দ হইবেন বিশেষজ্ঞ কমিটির সদস্য। বিশেষজ্ঞ কমিটি সদস্যবর্গের ক্ষেত্রে কাউন্সিলের গোপনীয়তা ও স্বার্থগত দ্বন্দ্ব ব্যবস্থাপনা বিষয়ক নীতিমালার বিধানাবলি প্রযোজ্য হইবে। বিশেষজ্ঞ কমিটির দায়িত্ব ও কার্যাবলী কাউন্সিল কর্তৃক নির্ধারিত হইবে। অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় সহযগিতার জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির কার্যপরিধিঃ
(ক) অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রামে মান স¤পন্ন শিক্ষার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার তালিকা প্রণয়ন এবং সংশ্লিষ্ট অ্যাক্রেডিটেশন কমিটিকে সরবরাহ।
(খ) অ্যাক্রেডিটেশন কমিটি কর্তৃক সরেজমিন পর্যবেক্ষণের পরে তালিকা সংশ্লিষ্ট সুযোগ সুবিধা সমূহের প্রতিপালন (Compliance) মাত্রা নিরূপণে বিশেষজ্ঞ মতামত প্রদান।
(গ) অ্যাক্রেডিটেশন কাজে সহযোগিতার জন্য কাউন্সিল কর্তৃক প্রদত্ত যেকোন দায়িত্ব পালন।
(ঘ) উল্লিখিত বিশেষজ্ঞ কমিটি ০৬ (ছয়) মাসের জন্য নিয়োগ করা হইবে।
পূর্ববর্তী পাতা । মূল পাতা । পরবর্তী পাতা
ধারাসমূহঃ ১ । ২ । ৩ । ৪ । ৫ । ৬ । ৭ । ৮ । ৯ । ১০ । ১১ । ১২ । ১৩ । ১৪ । ১৫ । ১৬ । ১৭ । ১৮ । ১৯ । ২০ । ২১ । ২২ । ২৩ । ২৪ । ২৫