(১) কাউন্সিল একাডেমিক নিরীক্ষণ বিষয়ে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিদের একটি তালিকা সংরক্ষণ করিবে এবং একাডেমিক নিরীক্ষণ কাজ পরিচালনার জন্য একটি নির্দেশিকা প্রস্তুত করিবে;
(২) কাউন্সিলের নির্দেশিকা অনুসরণে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ এর উদ্দেশ্যাবলি পূরণের জন্য একাডেমিক নিরীক্ষণ কাজ পরিচালিত হইবে;
(৩) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ এর উদ্দেশ্যাবলি পূরণকল্পে একাডেমিক নিরীক্ষণ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ জ্ঞান ও অভিজ্ঞতা আছে, এমন ব্যক্তিবর্গ সমন্বয়ে, কাউন্সিল কর্তৃক একাডেমিক নিরীক্ষণ কমিটি গঠিত হইবে। কাউন্সিল কাজের পরিধি বিবেচনা করিয়া প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ সমন্বয়ে একাডেমিক নিরীক্ষণ কমিটি গঠন করিবে;
(৪) কনফিডেন্স সার্টিফিকেট/অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট প্রাপ্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তা এর শিক্ষা প্রদানের সকল আয়োজন ও প্রক্রিয়া যথাযথভাবে বিন্যস্ত আছে কিনা এবং যথাযথভাবে পরিচালিত হইতেছে কিনা তাহা পর্যবেক্ষণ করিবার জন্য কাউন্সিল একাডেমিক নিরীক্ষণ কার্যক্রম পরিচালনা করিবে;
(৫) অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট প্রদানের পর কাউন্সিলের উদ্যোগে অ্যাক্রেডিটেশনের জন্য প্রয়োজনীয় মানদণ্ড ও শর্তাবলি যথাযথভাবে প্রয়োগ হইতেছে কিনা তাহা যাচাইয়ের জন্য দ্বি-বার্ষিক একাডেমিক নিরীক্ষণ পরিচালিত হইবে;
(৬) অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট প্রাপ্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রামে কাউন্সিলের শর্তাবলি ও অ্যাক্রেডিটেশন মানদণ্ড বজায় রাখিবার ক্ষেত্রে কোন ব্যত্যয় ঘটিতেছে মর্মে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য কাউন্সিলের উদ্যোগে তাৎক্ষণিক একাডেমিক নিরীক্ষণ পরিচালিত হইবে;
(৭) অ্যাক্রেডিটেশন প্রাপ্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিতকরণ সংস্কৃতির উন্নয়ন এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তার সক্ষমতা, অগ্রগতি ও অর্জন মূল্যায়নের জন্য প্রতি ০৫ (পাঁচ) বৎসর অন্তর সামগ্রিক মূল্যায়ন পরিচালিত হইবে। সামগ্রিক মূল্যায়নের জন্য অ্যাক্রেডিটেশন প্রাপ্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রামের ক্রমোন্নতির উদ্যোগ ও অর্জন বিষয়ে কাউন্সিল নির্ধারিত ছকে বার্ষিক কোয়ালিটি অ্যাসুরেন্স প্রতিবেদন (Annual Quality Assurance Report) কাউন্সিলে দাখিল করিতে হইবে।
পূর্ববর্তী পাতা । মূল পাতা । পরবর্তী পাতা
ধারাসমূহঃ ১ । ২ । ৩ । ৪ । ৫ । ৬ । ৭ । ৮ । ৯ । ১০ । ১১ । ১২ । ১৩ । ১৪ । ১৫ । ১৬ । ১৭ । ১৮ । ১৯ । ২০ । ২১ । ২২ । ২৩ । ২৪ । ২৫