বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ এর ১০(ছ) ধারায় আন্তরাষ্ট্রীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা সমূহের সাথে পারস্পরিক আলোচনা ও সহায়তার মাধ্যমে অ্যাক্রিডিটেশনের আন্তর্জাতিক স্বীকৃতির ব্যবস্থা গ্রহণের উল্লেখ রয়েছে। কাউন্সিল এ লক্ষ্য অর্জনে সচেষ্ট রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি), এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উচ্চশিক্ষার ক্ষেত্রে সর্ববৃহৎ কোয়ালিটি অ্যাসুরেন্স নেটওয়ার্ক "Asia Pacific Quality Network (APQN)" এর ইন্টারমিডিয়েট সদস্য পদ গ্রহণ করেছে।