অ্যাক্রেডিটেশন কমিটি বহিঃস্থ গুণগতমান নিরূপণ খসড়া প্রতিবেদন বিষয়ে কাউন্সিল কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির সহিত আলোচনা ও মতবিনিময় করিবে। বিশেষজ্ঞ কমিটির সদস্যবৃন্দ অ্যাক্রেডিটেশন কমিটির পর্যবেক্ষণলব্ধ ফলাফল পুঙ্খানুপুঙ্খভাবে দেখিবেন এবং সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তার আওতায় গুণগতমান সম্পন্ন শিক্ষার জন্য বিদ্যমান সুবিধাবলির উপযুক্তত ও পর্যাপ্ততা সম্পর্কে অভিমত ব্যক্ত করিবেন।
পূর্ববর্তী পাতা । মূল পাতা । পরবর্তী পাতা
ধারাসমূহঃ ১ । ২ । ৩ । ৪ । ৫ । ৬ । ৭ । ৮ । ৯ । ১০ । ১১ । ১২ । ১৩ । ১৪ । ১৫ । ১৬ । ১৭ । ১৮ । ১৯ । ২০ । ২১ । ২২ । ২৩ । ২৪ । ২৫