(১) নিম্নবর্ণিত সারণি অনুযায়ী বহিঃস্থ গুণগতমান নিরূপণে কাউন্সিল প্রণীত নির্দেশিকা অনুসরণে অর্জিত স্কোরের ভিত্তিতে কনফিডেন্স/অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট প্রাপ্তির যোগ্যতা নির্ধারণ হইবে :
অ্যাক্রেডিটেশন যোগ্যতা নির্ধারণী সারণি
অর্জিত স্কোর (%) | যোগ্যতা |
৭০% অথবাএর চেয়ে বেশি | অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট |
৬০% হইতে ৭০% এর কম | কনফিডেন্স সার্টিফিকেট |
৬০% এর চেয়ে কম | সার্টিফিকেট প্রাপ্তির যোগ্য নহে |
(২) কাউন্সিল নির্ধারিত প্রতিটি অ্যাক্রেডিটেশন মানদণ্ডে ন্যূনতম ৫০% সহ উল্লিখিত সারণি অনুসারে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম ৭০% বা এর চেয়ে বেশি স্কোর প্রাপ্ত হইলে অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট প্রাপ্তির যোগ্যতা অর্জন করিবে;
(৩) ৬০% হইতে ৭০% এর কম স্কোর প্রাপ্ত হইলে কাউন্সিল কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় অ্যাক্রেডিটেশন মানদণ্ড ও শর্তাবলি পূরণের নিমিত্ত আবেদনকারী উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তার অনুকূলে কনফিডেন্স সার্টিফিকেট প্রদান করা হইবে;
(৪) কনফিডেন্স সার্টিফিকেট প্রাপ্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় অ্যাক্রেডিটেশন মানদণ্ড ও শর্তাবলি পূরণের পর কাউন্সিলকে লিখিতভাবে অবহিত করিবে। এইরূপ ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন কমিটি পুনর্ম‚ল্যায়ণ করিবে। সেই ক্ষেত্রে পুনর্ম‚ল্যায়িত স্কোর যদি নির্ধারিত মাত্রায় অর্জিত হয় তাহা হইলেই অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট প্রাপ্তির যোগ্যতা অর্জন করিবে;
(৫) কোন একটি একাডেমিক প্রোগ্রামের জন্য প্রদত্ত সার্টিফিকেট অন্য কোন একাডেমিক প্রোগ্রাম(সমূহ)-এর ক্ষেত্রে প্রযোজ্য হইবে না। উদাহরণ, কোন সত্তার নিয়মিত দিবা-প্রোগ্রামের জন্য প্রদত্ত সার্টিফিকেট সান্ধ্য প্রোগ্রাম, ক্যাম্পাস বহির্ভূত প্রোগ্রাম, সাপ্তাহিক ছুটির দিনে পরিচালিত নির্বাহী একাডেমিক প্রোগ্রাম(সমূহ)-এর ক্ষেত্রে বৈধ বলিয়া গণ্য হইবে না;
(৬) কাউন্সিল অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট সংক্রান্ত বিস্তারিত বিবরণ কাউন্সিলের অ্যাক্রেডিটেশন রেজিস্টারে অন্তর্ভুক্ত করিবে এবং রেজিস্টারে অন্তর্ভুক্ত তথ্য সকলের জন্য উন্মুক্ত থাকিবে;
(৭) বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ এর অধীনে কাউন্সিলের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সুচারুভাবে পালনের জন্য কাউন্সিল কনফিডেন্স সার্টিফিকেট/অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট প্রাপ্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তা কর্তৃক প্রতিপালনের জন্য নতুন শর্তাবলি আরোপ করিতে পারিবে।
পূর্ববর্তী পাতা । মূল পাতা । পরবর্তী পাতা
ধারাসমূহঃ ১ । ২ । ৩ । ৪ । ৫ । ৬ । ৭ । ৮ । ৯ । ১০ । ১১ । ১২ । ১৩ । ১৪ । ১৫ । ১৬ । ১৭ । ১৮ । ১৯ । ২০ । ২১ । ২২ । ২৩ । ২৪ । ২৫