Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st নভেম্বর ২০২০

১৪। অ্যাক্রেডিটেশন কমিটির প্রধান ও সদস্য নিয়োগ


(১) বহিঃস্থ গুণগতমান নিরূপণ এর জন্য এই বিধিমালার বিধি-১৩ এ বর্ণিত যোগ্যতা সম্পন্ন বিশেষজ্ঞবৃন্দের একটি তালিকা কাউন্সিল কর্তৃক অনুমোদিত হইবে। অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন প্রাপ্তির পর, সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম এর বহিঃস্থ গুণগতমান নিরূপণ কাজ পরিচালনার্থে অনুমোদিত তালিকা হইতে কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত সদস্য অ্যাক্রেডিটেশন কমিটির প্রধান ও সদস্যদের নাম প্রস্তাব করিবেন। উক্ত প্রস্তাব বিবেচনান্তে কাউন্সিলের নির্বাহী কমিটি কর্তৃক অ্যাক্রেডিটেশন কমিটির প্রধান ও সদস্যদের নিয়োগ করা হইবে।

 

(২) অ্যাক্রেডিটেশন কমিটির প্রধান ও কোন সদস্য পুনর্নিয়োগের জন্য যোগ্য বলিয়া গণ্য হইবেন। একটি শিক্ষাবর্ষে সর্বোচ্চ দুইটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম এর জন্য যে কোন বিশেষজ্ঞজন অ্যাক্রেডিটেশন কমিটির প্রধান বা সদস্য হিসাবে নিযুক্ত হইতে পারিবেন। তবে কেহই ক্রমাগতভাবে (Successively) দুইবার অ্যাক্রেডিটেশন কমিটির প্রধান বা সদস্য হিসাবে নিয়োগের জন্য যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না।

 

(৩) অ্যাক্রেডিটেশনের জন্য উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রামের প্রস্তুতি সম্পন্ন করিতে যিনি ‘মেণ্টর’ হিসাবে দায়িত্ব পালন করিয়াছেন অথবা স্বার্থগত দ্বন্দ্ব ও গোপনীয়তার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালার আওতায় বর্ণিত যাঁহার কোন ধরনের স্বার্থগত দ্বন্দ্ব আছে, তিনি ঐ নির্দিষ্ট উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রামের বহিঃস্থ গুণগত মান নিরূপণ কাজের জন্য অ্যাক্রেডিটেশন কমিটির প্রধান বা সদস্য হিসাবে নিয়োগের জন্য যোগ্য বলিয়া গণ্য হইবেন না।

 

 

পূর্ববর্তী পাতামূল পাতাপরবর্তী পাতা

 

ধারাসমূহঃ ১০১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০২১২২২৩২৪২৫