কাউন্সিল কর্তৃক নির্ধারিত মানদণ্ড, নির্দেশিকা ও বিধিমালা অনুসরণে কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম এর অ্যাক্রেডিটেশন এর জন্য অ্যাক্রেডিটেশন কমিটি নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিবে :
(১) উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তা কর্তৃক দাখিলকৃত দলিলপত্রাদির পর্যালোচনা;
(২) উচ্চশিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তা পরিদর্শন এবং গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্য প্রয়োজনীয় সুবিধাদির পর্যবেক্ষণ;
(৩) নির্দেশিকা অনুযায়ী প্রধান অংশীজনদের সহিত একান্ত আলোচনা;
(৪) কাউন্সিল কর্তৃক সুনির্দিষ্ট ফরম্যাট বা ছক অনুসারে খসড়া বহিঃস্থ গুণগতমান নিরূপণ প্রতিবেদন প্রস্তুত;
(৫) বিশেষজ্ঞ কমিটির সহিত পরামর্শ করিয়া চূড়ান্ত বহিঃস্থ গুণগতমান নিরূপণ প্রতিবেদন প্রস্তুত;
(৬) বহিঃস্থ গুণগতমান নিরূপণ প্রতিবেদনে সুনির্দিষ্ট মন্তব্য ও সুপারিশ প্রদান;
(৭) অ্যাক্রেডিটেশন কমিটির প্রধান ও সদস্যদ্বয়ের স্বাক্ষর পূর্বক বহিঃস্থ গুণগতমান নিরূপণ প্রতিবেদন কাউন্সিলে দাখিল।
পূর্ববর্তী পাতা । মূল পাতা । পরবর্তী পাতা
ধারাসমূহঃ ১ । ২ । ৩ । ৪ । ৫ । ৬ । ৭ । ৮ । ৯ । ১০ । ১১ । ১২ । ১৩ । ১৪ । ১৫ । ১৬ । ১৭ । ১৮ । ১৯ । ২০ । ২১ । ২২ । ২৩ । ২৪ । ২৫