(১) কাউন্সিল সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তাকে অ্যাক্রেডিটেশন সংক্রান্ত সিদ্ধান্ত লিখিতভাবে অবহিত করিবে;
(২) অ্যাক্রেডিটেশন প্রাপ্তির পর কাউন্সিল কর্তৃক গৃহীত অ্যাক্রেডিটেশন সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য যদি কোনো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তা আবেদন দাখিল করে, তবে পুনর্বিবেচনা প্রক্রিয়া সমাপ্ত না হওয়া পর্যন্ত অ্যাক্রেডিটেশন সার্টিফিকেটের বৈধতা বহাল থাকিবে;
(৩) উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তাকে কাউন্সিল কর্তৃক নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুনর্বিবেচনার আবেদন করিতে হইবে;
(৪) কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তা কাউন্সিল কর্তৃক প্রদত্ত অ্যাক্রেডিটেশন সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে যদি বিচারিক আদালতের দ্বারস্থ হয়, তবে কাউন্সিলের নিকট পুনর্বিবেচনার জন্য কোন আবেদন দাখিল করিতে পারিবে না;
(৫) উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তা যদি কাউন্সিল কর্তৃক পুনর্বিবেচনাধীন সময়ে একই বিষয়ে বিচারিক আদালতের দ্বারস্থ হয় তবে পুনর্বিবেচনা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত থাকিবে।
পূর্ববর্তী পাতা । মূল পাতা । পরবর্তী পাতা
ধারাসমূহঃ ১ । ২ । ৩ । ৪ । ৫ । ৬ । ৭ । ৮ । ৯ । ১০ । ১১ । ১২ । ১৩ । ১৪ । ১৫ । ১৬ । ১৭ । ১৮ । ১৯ । ২০ । ২১ । ২২ । ২৩ । ২৪ । ২৫