(১) আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোন কোয়ালিটি অ্যাসুরেন্স/অ্যাক্রেডিটেশন প্রদানকারী সংস্থার অ্যাক্রেডিটেশন প্রাপ্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম এর অনুকূলে কাউন্সিল স্বীকৃতি দ্বারা অ্যাক্রেডিটেশন প্রদান করিতে পারিবে;
(২) স্বীকৃতি দ্বারা অ্যাক্রেডিটেশন প্রাপ্তির শর্তাবলি :
(ক) স্বীকৃতি দ্বারা কাউন্সিলের অ্যাক্রেডিটেশনের জন্য আগ্রহী প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তাকে কাউন্সিলের মানদণ্ড ও শর্তাবলি পূরণ করিতে হইবে;
(খ) আবেদনকারী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম অপর যেই অ্যাক্রেডিটেশন সংস্থা কর্তৃক অ্যাক্রেডিটেশন প্রাপ্ত, উহার উদ্দেশ্যাবলিকে কাউন্সিলের উদ্দেশ্যাবলির সহিত সামঞ্জস্যপূর্ণ হইতে হইবে;
(গ) অপর সংস্থা হইতে প্রাপ্ত অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট ইস্যু করার তারিখ হইতে ০৫ (পাঁচ) বৎসর মেয়াদ পর্যন্ত স্বীকৃতি দ্বারা কাউন্সিলের অ্যাক্রেডিটেশন বৈধ থাকিবে। অপর কোন সংস্থা হইতে প্রাপ্ত সাময়িক সনদ অ্যাক্রেডিটেশন এর জন্য বিবেচিত হইবে না। যেই সংস্থা হইতে ইতঃপূর্বে অ্যাক্রেডিটেশন প্রাপ্ত হইয়াছে সেই সংস্থার অ্যাক্রেডিটেশন মেয়াদ উত্তীর্ন হইলে বা কোন পর্যায়ে প্রদত্ত অ্যাক্রেডিটেশন বাতিল হইলে কাউন্সিলও ইহার অ্যাক্রেডিটেশন বাতিল করিতে পারিবে;
(ঘ) অপর প্রতিষ্ঠান হইতে প্রাপ্ত অ্যাক্রেডিটেশন সার্টিফিকেটের বৈধতার সময়সীমা উত্তীর্ণ হওয়ার অন্ততপক্ষে ০২ (দুই) বৎসর পূর্বে স্বীকৃতি দ্বারা কাউন্সিলের অ্যাক্রেডিটেশনের জন্য আগ্রহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তাকে আবেদন করিতে হইবে;
(ঙ) স্বীকৃতি দ্বারা অ্যাক্রেডিটেশনের জন্য কাউন্সিল কর্তৃক নির্ধারিত ফিস সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তাকে পরিশোধ করিতে হইবে;
(চ) স্বীকৃতি দ্বারা অ্যাক্রেডিটেশনের জন্য আবেদনের সঙ্গে কাউন্সিলের অ্যাক্রেডিটেশন মানদণ্ড ও শর্তাবলি প্রতিপালনের (Compliance) প্রমাণ হিসাবে সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তাকে স্ব-নিরূপণ প্রতিবেদন, বহিঃস্থ গুণগতমান নিরূপণ প্রতিবেদন এবং অন্যান্য দলিলাদি ও তথ্য দাখিল করিতে হইবে;
(ছ) অ্যাক্রেডিটেশন সার্টিফিকেটের জন্য আবেদন প্রাপ্তির পর, প্রয়োজন হইলে কাউন্সিল আবেদনকারীকে সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে অতিরিক্ত দলিলাদি ও তথ্য সরবরাহের জন্য অনুরোধ জানাইতে পারিবে;
(জ) কাউন্সিল কর্তৃক নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তা যদি চাহিদা অনুযায়ী অতিরিক্ত দলিলাদি ও তথ্য সরবরাহ করিতে ব্যর্থ হয়, তাহা হইলে ইহা পরবর্তী প্রক্রিয়ার জন্য বিবেচিত হইবে না।
(৩) স্বীকৃতি দ্বারা অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন প্রাপ্তির পর এই বিধিমালার অধ্যায়-২ অনুসরণ করিয়া কাউন্সিল একটি অ্যাক্রেডিটেশন কমিটি নিয়োগ করিবে। উক্ত কমিটি নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিবে :
(ক) স্বীকৃতি দ্বারা অ্যাক্রেডিটেশনের জন্য আবেদনের সহিত দাখিলকৃত সকল দলিলপত্র পর্যালোচনা;
(খ) কাউন্সিলের অ্যাক্রেডিটেশনের জন্য প্রতিপালনের (Compliance) মাত্রা পরীক্ষণ;
(গ) অ্যাক্রেডিটেশন কমিটির সুপারিশসহ প্রতিবেদন ও দলিলপত্রাদি কাউন্সিলে দাখিল।
(৪) স্বীকৃতি দ্বারা অ্যাক্রেডিটেশনের জন্য আবেদনের সহিত দাখিলকৃত যাবতীয় প্রতিবেদন ও দলিল-পত্রাদিসহ অ্যাক্রেডিটেশন কমিটির সুপারিশ বিবেচনাপূর্বক কাউন্সিল সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রামের অনুকূলে অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট প্রদান অথবা নামঞ্জুর করিতে পারিবে। নামঞ্জুরের ক্ষেত্রে, কাউন্সিলের পক্ষ হইতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তাকে লিখিতভাবে ইহার কারণ জানাইয়া দেওয়া হইবে;
(৫) স্বীকৃতি দ্বারা অ্যাক্রেডিটেশনের ক্ষেত্রে ও এই বিধিমালার ৬(১) এ বর্ণিত শর্তাবলি প্রযোজ্য হইবে।
পূর্ববর্তী পাতা । মূল পাতা । পরবর্তী পাতা
ধারাসমূহঃ ১ । ২ । ৩ । ৪ । ৫ । ৬ । ৭ । ৮ । ৯ । ১০ । ১১ । ১২ । ১৩ । ১৪ । ১৫ । ১৬ । ১৭ । ১৮ । ১৯ । ২০ । ২১ । ২২ । ২৩ । ২৪ । ২৫