(১) অ্যাক্রেডিটেশন কমিটির উপর অর্পিত দায়িত্ব সম্পন্ন করিতে প্রয়োজনীয় সময় বিবেচনায় রাখিয়া কাউন্সিল ০৬ (ছয়) মাসের জন্য অ্যাক্রেডিটেশন কমিটির প্রধান ও সদস্যবৃন্দ নিয়োগ করিবে। অনিবার্য কারণে কাউন্সিল এর নির্বাহী কমিটি এই মেয়াদ বৃদ্ধি করিতে পারিবে।
(২) কাউন্সিলের স্বার্থগত দ্বন্দ্ব ও গোপনীয়তার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালার খেলাপ অথবা কোন সুনির্দিষ্ট অভিযোগ কাউন্সিলের তদন্তে প্রমানিত হইলে অ্যাক্রেডিটেশন কমিটির প্রধান বা কোন সদস্যের নিয়োগ কাউন্সিল এর নির্বাহী কমিটি বাতিল করিতে পারিবে।
(৩) অ্যাক্রেডিটেশন কমিটির প্রধান বা যেই কোন সদস্য কাউন্সিলের চেয়ারম্যান বরাবরে লিখিত পত্রের মাধ্যমে অব্যাহতির জন্য আবেদন করিতে পারিবেন।
পূর্ববর্তী পাতা । মূল পাতা । পরবর্তী পাতা
ধারাসমূহঃ ১ । ২ । ৩ । ৪ । ৫ । ৬ । ৭ । ৮ । ৯ । ১০ । ১১ । ১২ । ১৩ । ১৪ । ১৫ । ১৬ । ১৭ । ১৮ । ১৯ । ২০ । ২১ । ২২ । ২৩ । ২৪ । ২৫