(১) পুনর্বিবেচনার জন্য এই বিধিমালার বিধি-২১ এ বর্ণিত যোগ্যতাসম্পন্ন বিশেষজ্ঞবৃন্দের একটি তালিকা কাউন্সিল কর্তৃক অনুমোদিত হইবে। পুনর্বিবেচনার আবেদন প্রাপ্তির পর অনুমোদিত তালিকা হইতে কাউন্সিলের নির্বাহী কমিটি কর্তৃক পুনর্বিবেচনা কমিটির প্রধান ও সদস্যদের নিয়োগ করা হইবে;
(২) পুনর্বিবেচনার জন্য আবেদন প্রাপ্তির ১০ (দশ) কার্যদিবসের মধ্যে কাউন্সিলের নির্বাহী কমিটি পুনর্বিবেচনা কমিটির প্রধান ও সদস্যদের নিযুক্ত করিবে এবং নিয়োগপত্রের অনুলিপি আবেদনকারীর নিকট প্রেরণ করিবে। আবেদনকারী কমিটির প্রধান ও সদস্যদের নিয়োগের বিষয়ে কোন আপত্তি থাকিলে নিয়োগপত্র ইস্যুর তারিখ হইতে ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে আপত্তির ভিত্তি স্পষ্টভাবে উল্লেখ করিয়া কাউন্সিলের চেয়ারম্যান বরাবরে লিখিতভাবে আপত্তি জানাইতে পারিবে;
(৩) আপত্তি যুক্তিযুক্ত প্রমাণিত হইলে কমিটি পুনর্গঠন করা হইবে;
(৪) আবেদনকারী কর্তৃক উত্থাপিত কোন আপত্তি বিষয়ে কাউন্সিলের চেয়ারম্যানের সিদ্ধান্ত চুড়ান্ত হিসাবে গ্রহণ করা হইবে;
(৫) কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রামকে অ্যাক্রেডিটেশনের জন্য প্রস্তুত করিতে যেই ব্যক্তি মেণ্টর হিসাবে কাজ করিয়াছেন অথবা যাঁহার কাউন্সিলের স্বার্থগত দ্বন্দ্ব ও গোপনীয়তার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালায় বর্ণিত কোন ধরনের স্বার্থগত দ্বন্দ্ব রহিয়াছে, তিনি ঐ নির্দিষ্ট উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রামের পুনর্বিবেচনা কমিটিতে প্রধান বা সদস্য হিসাবে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হইবেন না।
পূর্ববর্তী পাতা । মূল পাতা । পরবর্তী পাতা
ধারাসমূহঃ ১ । ২ । ৩ । ৪ । ৫ । ৬ । ৭ । ৮ । ৯ । ১০ । ১১ । ১২ । ১৩ । ১৪ । ১৫ । ১৬ । ১৭ । ১৮ । ১৯ । ২০ । ২১ । ২২ । ২৩ । ২৪ । ২৫