অ্যাক্রেডিটেশনের জন্য আবেদনে আগ্রহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী ইনস্টিটিউট/অনুষদ/বিভাগকে নিম্নবর্ণিত শর্তাবলি পূরণ করিতে হইবে:
(১) বাংলাদেশের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/ একাডেমিক প্রোগ্রাম অনুমোদিত হইতে হইবে;
(২) উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে কোয়ালিটি অ্যাসুরেন্স ব্যবস্থাপনার জন্য একটি স্থায়ী ও কার্যকর ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (ওছঅঈ) থাকিতে হইবে;
(৩) উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রামকে উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ এর ১৫(১) ধারা অনুযায়ী প্রণীত ফ্রেমওয়ার্ক এর সহিত সঙ্গতিপূর্ণ হইতে হইবে;
(৪) উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক প্রোগ্রাম স্নাতক এবং/ অথবা স্নাতকোত্তর পর্যায়ের হইতে হইবে;
(৫) অ্যাক্রেডিটেশনের জন্য আবেদনের ০২ (দুই) বৎসর পূর্বে সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামের অধীনে কমপক্ষে একটি ব্যাচের শিক্ষার্থীদের ডিগ্রি প্রদানের কার্যক্রম সম্পন্ন হইতে হইবে;
(৬) প্রাতিষ্ঠানিক অ্যাক্রেডিটেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের কমপক্ষে ২০% একাডেমিক প্রোগ্রাম কাউন্সিল কর্তৃক অ্যাক্রেডিটেশন প্রাপ্ত হইতে হইবে। তবে শর্ত থাকে যে, অ্যাক্রেডিটেশন প্রাপ্ত একাডেমিক প্রোগ্রামের সংখ্যা ন্যুনতম ৩ (তিন)-টি হইতে হইবে;
(৭) প্রতিষ্ঠানে কাউন্সিলের শর্তাবলি ও মানদণ্ড পূরণসহ ইহার অভিলক্ষ্য পূরণের উপযোগী অবকাঠামোগত সুবিধাবলি, উপযুক্ত মানব সম্পদ ও পর্যাপ্ত আর্থিক সম্পদ সংস্থান এর কৌশলগত পরিকল্পনা থাকিতে হইবে;
(৮) অ্যাক্রেডিটেশনের জন্য আবেদনের তারিখ হইতে অনধিক ০১ (এক) বৎসর পূর্বে প্রতিষ্ঠান/ একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তাকে কাউন্সিলের স্ব-নিরূপণ নির্দেশিকা অনুসরণে স্ব-নিরূপণ কাজ সম্পন্ন করিতে হইবে;
পূর্ববর্তী পাতা । মূল পাতা । পরবর্তী পাতা
ধারাসমূহঃ ১ । ২ । ৩ । ৪ । ৫ । ৬ । ৭ । ৮ । ৯ । ১০ । ১১ । ১২ । ১৩ । ১৪ । ১৫ । ১৬ । ১৭ । ১৮ । ১৯ । ২০ । ২১ । ২২ । ২৩ । ২৪ । ২৫