Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st নভেম্বর ২০২০

১৩। অ্যাক্রেডিটেশন কমিটির প্রধান ও সদস্যদের যোগ্যতা

 

(১) একাডেমিক প্রোগ্রাম অ্যাক্রেডিটেশনের জন্য

 

(ক) অ্যাক্রেডিটেশন কমিটির প্রধান

একাডেমিক প্রোগ্রাম এর কারিকুলাম মূল্যায়ন এবং উচ্চ শিক্ষায় কোয়ালিটি অ্যাসুরেন্স/ অ্যাক্রেডিটেশন /স্ব-নিরূপণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন অধ্যাপক পদমর্যাদার একজন শিক্ষক অ্যাক্রেডিটেশন কমিটির প্রধান হইবার যোগ্য বলিয়া গণ্য হইবেন।

 

(খ) অ্যাক্রেডিটেশন কমিটির সদস্যদ্বয়
(১) একাডেমিক প্রোগ্রাম এর কারিকুলাম মূল্যায়ন এবং উচ্চ শিক্ষায় কোয়ালিটি অ্যাসুরেন্স/অ্যাক্রেডিটেশন/স্ব-নিরূপণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন অধ্যাপক/সহযোগী অধ্যাপক পদমর্যাদার একজন শিক্ষক অ্যাক্রেডিটেশন কমিটির একজন সদস্য হইবেন।

(২) কমিটির অপর সদস্য হইবেন, বিষয় বিশেষজ্ঞ হিসাবে, অ্যাক্রেডিটেশনের জন্য আবেদনকারী একাডেমিক প্রোগ্রামের সংশ্লিষ্ট বিষয়/ডিসিপ্লিন হইতে অধ্যাপক পদমর্যাদার একজন শিক্ষক।

 

(২) প্রাতিষ্ঠানিক অ্যাক্রেডিটেশনের জন্য

 

(ক) অ্যাক্রেডিটেশন কমিটির প্রধান

উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক কাজে অন্যূন ০২ (দুই) বৎসরের অভিজ্ঞতা এবং উচ্চ শিক্ষায় কোয়ালিটি অ্যাসুরেন্স/অ্যাক্রেডিটেশন/স্ব-নিরূপণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন অধ্যাপক পদ মর্যাদার একজন শিক্ষক অ্যাক্রেডিটেশন কমিটির প্রধান হইবার যোগ্য বলিয়া গণ্য হইবেন।

 

(খ) অ্যাক্রেডিটেশন কমিটির সদস্যদ্বয়

(১) উচ্চ শিক্ষায় কোয়ালিটি অ্যাসুরেন্স/অ্যাক্রেডিটেশন/স্ব-নিরূপণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন অধ্যাপক/সহযোগী অধ্যাপক পদমর্যাদার শিক্ষক অ্যাক্রেডিটেশন কমিটির একজন সদস্য হইবেন।

(২) কমিটির অপর সদস্য হইবেন অধ্যাপক পদমর্যাদার একজন শিক্ষক, যাঁহার সমরূপ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার কাজে অন্যূন ০২ (দুই) বৎসরের অভিজ্ঞতা আছে।

 

 

পূর্ববর্তী পাতামূল পাতাপরবর্তী পাতা

 

ধারাসমূহঃ ১০১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০২১২২২৩২৪২৫