(১) পুনর্বিবেচনাধীন বিষয় সংশ্লিষ্ট লিখিত বিবরণ ও দলিলাদি এবং মৌখিকভাবে সাক্ষ্য গ্রহণপূর্বক কমিটি বিভিন্ন তথ্য সংগ্রহ করিবে এবং সতর্কতার সহিত বিবেচনা করিবে;
(২) কমিটি আবেদনকারীকে তাহার শুনানীর মাধ্যমে অবস্থানের সমর্থন ও ন্যায্যতা প্রতিপাদনের জন্য সুযোগ প্রদান করিবে;
(৩) কমিটি প্রয়োজন মনে করিলে কোন ব্যক্তি/অ্যাক্রেডিটেশন বিশেষজ্ঞকে পুনর্বিবেচনার বিষয় ও পর্যালোচনা সংশ্লিষ্ট কোন দলিলপত্র বা নিবন্ধ উপস্থাপনের জন্য কিংবা কমিটির সম্মুখে উপস্থিত হইয়া পর্যালোচনা সংশ্লিষ্ট ব্যাখ্যা/সাক্ষ্য প্রদানের জন্য অনুরোধ জানাইতে পারিবে;
(৪) বহিঃস্থ গুণগতমান নিরূপণের নির্ধারিত কার্যপ্রণালী অনুসরণকালে অ্যাক্রেডিটেশন কমিটির পক্ষে যদি কোন প্রকার ত্রæটি বা তথ্য বর্জন সংঘটিত হইয়াছে মর্মে প্রতীয়মান হয়, যাহা অ্যাক্রেডিটেশন সংশ্লিষ্ট সুপারিশ প্রণয়নে অ্যাক্রেডিটেশন কমিটিকে প্রভাবিত করিয়াছে; এইরূপক্ষেত্রে পুনর্বিবেচনা কমিটি ত্রুটি বা তথ্য বর্জন সুনির্দিষ্টভাবে উল্লেখসহ সংশ্লিষ্ট অ্যাক্রেডিটেশন কমিটিকে বহিঃস্থ গুণগতমান নিরূপণ প্রতিবেদন সংশোধনের জন্য অনুরোধ জানাইতে পারিবে;
(৫) কমিটি গঠনের ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তি করিয়া পুনর্বিবেচনা কমিটি আদেশ প্রদান করিবে এবং কমিটির সকল সদস্যের স্বাক্ষরে এই আদেশ জারি করা হইবে।
পূর্ববর্তী পাতা । মূল পাতা । পরবর্তী পাতা
ধারাসমূহঃ ১ । ২ । ৩ । ৪ । ৫ । ৬ । ৭ । ৮ । ৯ । ১০ । ১১ । ১২ । ১৩ । ১৪ । ১৫ । ১৬ । ১৭ । ১৮ । ১৯ । ২০ । ২১ । ২২ । ২৩ । ২৪ । ২৫