Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st নভেম্বর ২০২০

২৩। পুনর্বিবেচনা কমিটির কার্যপরিধি


(১) পুনর্বিবেচনাধীন বিষয় সংশ্লিষ্ট লিখিত বিবরণ ও দলিলাদি এবং মৌখিকভাবে সাক্ষ্য গ্রহণপূর্বক কমিটি বিভিন্ন তথ্য সংগ্রহ করিবে এবং সতর্কতার সহিত বিবেচনা করিবে;


(২) কমিটি আবেদনকারীকে তাহার শুনানীর মাধ্যমে অবস্থানের সমর্থন ও ন্যায্যতা প্রতিপাদনের জন্য সুযোগ প্রদান করিবে;


(৩) কমিটি প্রয়োজন মনে করিলে কোন ব্যক্তি/অ্যাক্রেডিটেশন বিশেষজ্ঞকে পুনর্বিবেচনার বিষয় ও পর্যালোচনা সংশ্লিষ্ট কোন দলিলপত্র বা নিবন্ধ উপস্থাপনের জন্য কিংবা কমিটির সম্মুখে উপস্থিত হইয়া পর্যালোচনা সংশ্লিষ্ট ব্যাখ্যা/সাক্ষ্য প্রদানের জন্য অনুরোধ জানাইতে পারিবে;


(৪) বহিঃস্থ গুণগতমান নিরূপণের নির্ধারিত কার্যপ্রণালী অনুসরণকালে অ্যাক্রেডিটেশন কমিটির পক্ষে যদি কোন প্রকার ত্রæটি বা তথ্য বর্জন সংঘটিত হইয়াছে মর্মে প্রতীয়মান হয়, যাহা অ্যাক্রেডিটেশন সংশ্লিষ্ট সুপারিশ প্রণয়নে অ্যাক্রেডিটেশন কমিটিকে প্রভাবিত করিয়াছে; এইরূপক্ষেত্রে পুনর্বিবেচনা কমিটি ত্রুটি বা তথ্য বর্জন সুনির্দিষ্টভাবে উল্লেখসহ সংশ্লিষ্ট অ্যাক্রেডিটেশন কমিটিকে বহিঃস্থ গুণগতমান নিরূপণ প্রতিবেদন সংশোধনের জন্য অনুরোধ জানাইতে পারিবে;


(৫) কমিটি গঠনের ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তি করিয়া পুনর্বিবেচনা কমিটি আদেশ প্রদান করিবে এবং কমিটির সকল সদস্যের স্বাক্ষরে এই আদেশ জারি করা হইবে।

 

 

পূর্ববর্তী পাতামূল পাতাপরবর্তী পাতা

 

ধারাসমূহঃ ১০১১১২১৩১৪১৫১৬১৭১৮১৯২০২১২২২৩২৪২৫