(১) অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট এর মেয়াদ ইস্যুর তারিখ হইতে ০৫ (পাঁচ) বৎসর হইবে;
(২) কনফিডেন্স সার্টিফিকেট এর মেয়াদ ইস্যুর তারিখ হইতে সর্বোচ্চ ০১ (এক) বৎসর হইবে এবং ইহা অনবায়নযোগ্য;
(৩) স্বীকৃতি দ্বারা অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট এর মেয়াদ হইবে অপর অ্যাক্রেডিটেশন সংস্থা কর্তৃক অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট ইস্যুর তারিখ হইতে ০৫ (পাঁচ) বৎসর;
(৪) এই বিধিমালার বিধি ৯ এ বর্ণিত কোন কারণে কাউন্সিল কর্তৃক সার্টিফিকেট বাতিলের ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারির তারিখ হইতে উক্ত সার্টিফিকেটের বৈধতা থাকিবে না।
পূর্ববর্তী পাতা । মূল পাতা । পরবর্তী পাতা
ধারাসমূহঃ ১ । ২ । ৩ । ৪ । ৫ । ৬ । ৭ । ৮ । ৯ । ১০ । ১১ । ১২ । ১৩ । ১৪ । ১৫ । ১৬ । ১৭ । ১৮ । ১৯ । ২০ । ২১ । ২২ । ২৩ । ২৪ । ২৫