(১) কাউন্সিলের নির্বাহী কমিটি নিম্নবর্ণিত যেই কোনো কারণে প্রদত্ত কনফিডেন্স সার্টিফিকেট/অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট/স্বীকৃতি দ্বারা অ্যাক্রেডিটেশন সার্টিফিকেটের বৈধতা স্থগিত করিতে পারিবে -
(ক) কাউন্সিল কর্তৃক পরিচালিত একাডেমিক নিরীক্ষণে যদি স্পষ্টত প্রতীয়মান হয় যে, সার্টিফিকেট প্রাপ্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনায় কাউন্সিলের অ্যাক্রেডিটেশন মানদণ্ড বজায় রাখিবার ক্ষেত্রে কোন ব্যত্যয় ঘটিতেছে বা সার্টিফিকেট প্রাপ্তির শর্তাবলি বা উহার কোন অংশবিশেষ ভঙ্গ করা হইতেছে;
(খ) উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তায় বিরাজমান বাস্তব পরিস্থিতি সম্পর্কে মুক্ত আলোচনায় সততার সহিত অংশগ্রহণ, কাউন্সিল কর্তৃক একাডেমিক নিরীক্ষণ পরিচালনার সময় প্রয়োজনীয় দলিলাদি ও রেকর্ডপত্র সরবরাহ ও সহযোগিতা না করিলে;
(গ) উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রামের ক্রমোন্নতির উদ্যোগ ও অর্জিত অগ্রগতি বিষয়ে বার্ষিক কোয়ালিটি অ্যাসুরেন্স প্রতিবেদন প্রনয়ণ ও সরবরাহ না করিলে।
(২) এই বিধিমালার বিধি ৯(১) এ বর্ণিত কোন কারণে সার্টিফিকেটের বৈধতা স্থগিত করার ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তা বরাবরে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হইবে;
(৩) কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তির তারিখ হইতে ২১ (একুশ) কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তাকে উহার সার্টিফিকেটের বৈধতা স্থগিত না করার স্বপক্ষে কারণ ব্যাখ্যা এবং প্রমাণাদি উপস্থাপনসহ তাহাদের অবস্থানের ন্যায্যতা প্রতিপাদন করিতে হইবে;
(৪) সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তার নিকট হইতে লিখিতভাবে ব্যাখ্যা প্রাপ্তির ১০ (দশ) কর্মদিবসের মধ্যে কাউন্সিল শুনানির ব্যবস্থা গ্রহণ করিবে;
(৫) উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তার প্রধান অথবা তাঁর মনোনীত প্রতিনিধি নোটিশের জবাব উপস্থাপন করিবার জন্য শুনানিতে উপস্থিত থাকিবেন;
(৬) শুনানিতে সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তার ব্যাখ্যা সন্তোষজনক না হইলে বা ব্যাখ্যা এবং প্রমাণাদি উপস্থাপন না করিলে কাউন্সিলের নির্বাহী কমিটি প্রদত্ত কনফিডেন্স সার্টিফিকেট/অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট/স্বীকৃতি দ্বারা অ্যাক্রেডিটেশন সার্টিফিকেটের বৈধতা স্থগিত করিতে পারিবে। কাউন্সিল কর্তৃক সার্টিফিকেটের বৈধতা স্থগিতের বিজ্ঞপ্তির জারির তারিখ হইতে স্থগিতাদেশ কার্যকর হইবে;
(৭) শুনানি সমাপ্তির তারিখ হইতে ১৫ (পনের) কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তাকে কারণ দর্শানোর নোটিশে বর্ণিত অভিযোগসমূহের বিষয়ে কাউন্সিলের সিদ্ধান্ত অবহিত করিবে;
(৮) এইরূপ ক্ষেত্রে কাউন্সিল নোটিশে বর্ণিত বিষয়াদির সমাধানে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সর্বোচ্চ ০৬ (ছয়) মাস সময়সীমা বাঁধিয়া দিতে পারিবে। নির্ধারিত সময়ের মধ্যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তা প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করত কাউন্সিলকে লিখিতভাবে প্রমানাদিসহ অবহিত করিবে;
(৯) সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তা গৃহীত প্রতিকারমূলক ব্যবস্থার উপযুক্ততা ও পর্যাপ্ততা যাচাইয়ের জন্য কাউন্সিল তাৎক্ষণিক একাডেমিক নিরীক্ষণ কার্যক্রম পরিচালনা করিবে। কাউন্সিল কর্তৃক পরিচালিত তাৎক্ষণিক একাডেমিক নিরীক্ষণে গৃহীত প্রতিকারমূলক ব্যবস্থা সন্তোষজনক প্রতীয়মান হইলে কাউন্সিল সার্টিফিকেটের বৈধতা স্থগিতের বিজ্ঞপ্তি প্রত্যাহার করিতে পারিবে;
(১০) কাউন্সিলের নির্বাহী কমিটি নি¤œবর্ণিত যেইকোনো কারণে প্রদত্ত কনফিডেন্স সার্টিফিকেট/অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট/স্বীকৃতি দ্বারা অ্যাক্রেডিটেশন সার্টিফিকেট বাতিল করিতে পারিবে:
(ক) এই বিধিমালার বিধি ৯(১) এ বর্ণিত কোন কারণে কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তির তারিখ হইতে ৩০ (ত্রিশ) কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারীসত্তা উহার স্বপক্ষে ব্যাখ্যা এবং প্রমাণাদি উপস্থাপন না করিলে;
(খ) উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তার প্রধান অথবা তাঁর মনোনীত প্রতিনিধি কারণ দর্শানোর নোটিশের জবাব উপস্থাপন করিবার জন্য শুনানিতে উপস্থিত না হইলে;
(গ) এই বিধিমালার বিধি ৯(৭) এ বর্ণিত কাউন্সিল কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তা প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ না করিলে বা কাউন্সিলকে লিখিতভাবে প্রমানাদিসহ অবহিত না করিলে;
(ঘ) কাউন্সিলের তাৎক্ষণিক একাডেমিক নিরীক্ষণে সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তা কর্তৃক গৃহীত প্রতিকারমূলক ব্যবস্থা উপযুক্ত ও পর্যাপ্ত প্রতীয়মান না হইলে।
(১১) কাউন্সিল কর্তৃক সার্টিফিকেট বাতিল বিজ্ঞপ্তি জারির তারিখ হইতে উক্ত সার্টিফিকেট বাতিল বলিয়া গণ্য হইবে;
(১২) এই বিধিমালার বিধি ৯(১০) এ বর্ণিত যেইকোনো কারণের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা সমাপ্তির তারিখ হইতে ১৫ (পনের) কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তাকে সার্টিফিকেট বাতিল বিষয়ে কাউন্সিলের সিদ্ধান্ত অবহিত করিবে;
(১৩) সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান/একাডেমিক প্রোগ্রাম পরিচালনাকারী সত্তা কাউন্সিলের গৃহীত সার্টিফিকেটের বৈধতা স্থগিত/সার্টিফিকেট বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এই বিধিমালার অধ্যায়-৪ অনুযায়ী আবেদন করিতে পারিবে;
পূর্ববর্তী পাতা । মূল পাতা । পরবর্তী পাতা
ধারাসমূহঃ ১ । ২ । ৩ । ৪ । ৫ । ৬ । ৭ । ৮ । ৯ । ১০ । ১১ । ১২ । ১৩ । ১৪ । ১৫ । ১৬ । ১৭ । ১৮ । ১৯ । ২০ । ২১ । ২২ । ২৩ । ২৪ । ২৫