(ক) অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন দাখিলের পর কাউন্সিল আবেদনপত্র যথাযথভাবে পূরণ হইয়াছে কিনা এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা হইয়াছে কিনা তাহা যাচাই করিবে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ হইয়াছে এবং প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা হইয়াছে এই মর্মে কাউন্সিল নিশ্চিত হইলে আবেদনপত্র প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রমের জন্য গ্রহণ করা হইবে;
(খ) দাখিলকৃত আবেদনপত্রে প্রদত্ত তথ্য এবং সংযুক্ত কাগজপত্রের সাথে কোনরূপ অসংগতি পরিলক্ষিত হইলে কাউন্সিল আবেদনপত্র প্রত্যাখান বা বাতিল করিতে পারিবে। তবে বিশেষ বিবেচনায় যৌক্তিক কারণে কাউন্সিল পুনরায় আবেদন দাখিলের জন্য ফেরত পাঠাইতে পারিবে;
(গ) আবেদনপত্র গ্রহণ বা পুনঃদাখিল বা প্রত্যাখানের বিষয়টি ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করা হইবে;
(ঘ) আবেদনপত্র গ্রহণ করা হইলে ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে কাউন্সিলের অর্থ বিধিমালা দ্বারা নির্ধারিত ফিস জমা দিতে হইবে।
পূর্ববর্তী পাতা । মূল পাতা । পরবর্তী পাতা
ধারাসমূহঃ ১ । ২ । ৩ । ৪ । ৫ । ৬ । ৭ । ৮ । ৯ । ১০ । ১১ । ১২ । ১৩ । ১৪ । ১৫ । ১৬ । ১৭ । ১৮ । ১৯ । ২০ । ২১ । ২২ । ২৩ । ২৪ । ২৫