(ক) কাউন্সিল অ্যাক্রেডিটেশনের জন্য অর্থ বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ফিস নির্ধারণ করিবে;
(খ) স্বীকৃতির মাধ্যমে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার কার্যাবলী বিবেচনাপূর্বক স্বীকৃতিমূলক অ্যাক্রেডিটেশনের জন্য দেয় ফিস অর্থ বিধিমালা অনুযায়ী কাউন্সিল কর্তৃক নির্ধারিত হইবে;
(গ) কাউন্সিলের মানদন্ড ও শর্তাবলি পূরণে আবেদনকারীর অনুকূলে পরামর্শমূলক সেবা প্রদানকল্পে আবেদনকারীর চাহিদার প্রেক্ষিতে যদি মেণ্টর নিয়োগ করা হয়, তবে সেই ক্ষেত্রে মেণ্টর সেবার জন্য যাবতীয় প্রয়োজনীয় যৌক্তিক ব্যয় (কাউন্সিল কর্তৃক নির্ধারিত সম্মানী, ভ্রমণ ব্যয়সহ অন্যান্য খরচাদি) আবেদনকারীকে পরিশোধ করিতে হইবে।
পূর্ববর্তী পাতা । মূল পাতা । পরবর্তী পাতা
ধারাসমূহঃ ১ । ২ । ৩ । ৪ । ৫ । ৬ । ৭ । ৮ । ৯ । ১০ । ১১ । ১২ । ১৩ । ১৪ । ১৫ । ১৬ । ১৭ । ১৮ । ১৯ । ২০ । ২১ । ২২ । ২৩ । ২৪ । ২৫