Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ এপ্রিল ২০২৫

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে চলমান আইকিউএসি-এর সক্ষমতা বৃদ্ধির জন্য পেশাগত প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর পরিচালক ও অতিরিক্ত পরিচালকবৃন্দ এবং বিএসি-এর প্রতিনিধি দলের গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (GUB) পরিদর্শন।


প্রকাশন তারিখ : 2025-04-26

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে চলমান আইকিউএসি-এর সক্ষমতা বৃদ্ধির জন্য পেশাগত প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর পরিচালক ও অতিরিক্ত পরিচালকবৃন্দ এবং বিএসি-এর প্রতিনিধি দলের গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (GUB) পরিদর্শন।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) কর্তৃক পরিচালিত IQAC-এর সক্ষমতা বৃদ্ধির জন্য পেশাগত প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের IQAC-এর ২২জন পরিচালক ও অতিরিক্ত পরিচালক এবং বিএসি’র প্রতিনিধি দল ২৬ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (GUB) পরিদর্শন করেন।

পরিদর্শন টিমের উদ্দেশ্যে ইউনিভার্সটির কোয়ালিটি অ্যাসুরেন্স কার্যক্রম উপস্থাপন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন মাননীয় প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ। মাননীয় ভাইস চ্যান্সেলর, প্রফেসর ড. মোহাম্মদ শরীফ উদ্দিন তাঁর বক্তব্যে উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। গ্রিন ইউনিভার্সিটির পক্ষ থেকে ইউনিভার্সিটির আইকিউএসি’র কার্যক্রম, Intent to Apply Journey এবং শিক্ষার্থীদের কোর্স লার্নিং আউটকাম ট্রেকিং বিষয়ে তিনটি প্রেজেন্টেশন দেয়া হয়। প্রেজেন্টেশন পর্বে প্রথমে ড. মো. সাইফুল আজাদ, পরিচালক, আইকিউএসি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, আইকিউএসি-এর কার্যক্রম ও উন্নয়ন প্রচেষ্টাসমূহ তুলে ধরেন। পরবর্তীতে জনাব ইস্তিয়াক আহমেদ, প্রভাষক, ইইই বিভাগ এবং মোহাম্মদ আসিফ উল হক, সহকারী অধ্যাপক, ইইই বিভাগ যথাক্রমে “Intent to Apply Journey” এবং “CLO-PLO Mapping” বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএসি-এর সম্মানিত পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো: গোলাম শাহি আলম। তিনি বিএসি-এর ভূমিকা ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গুণগত মানোন্নয়নের গুরুত্ব নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসি’র কিউএ এন্ড এনকিউএফ বিভাগের পরিচালক জনাব মোহাম্মদ তাজিব উদ্দিন এবং বিএসি-এর কিউএ এবং এনকিউএফ বিভাগের উপপরিচালক ও সহকারী পরিচালকবৃন্দ।

অনুষ্ঠানের শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, IQAC’র পরিচালক ও অন্যান্য শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেন। পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন এবং স্মারক উপহার প্রদান এর মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এই পরিদর্শন কার্যক্রমের ফলে পারষ্পরিক অভিজ্ঞতা বিনিময়ে সুযোগ হয়েছে যা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।