বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিদের নিয়ে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। আজ ১২ তারিখ সকাল হতে বিএসি কার্যালয়ের সেমিনার কক্ষে “রুলস অব অ্যাক্রেডিটেশন, অ্যাক্রেডিটেশন কমিটি এন্ড আপিল” শিরোনামের তিনদিনব্যাপী এই মতবিনিময় সভা শুরু হয়। কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বিএসি’র খন্দকালীন সদস্য, উচ্চশিক্ষা লার্নিং এনার্জি বিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞ ড. এম হাবিব রহমান, পূর্ণকালীন সদস্য জনাব ইসতিয়াক আহমেদ, প্রফেসর মোঃ গোলাম শাহি আলম, প্রফেসর সঞ্জয় কুমার অধিকারী, প্রফেসর এস, এম কবীর এবং কাউন্সিলের সচিব ড. এ কিউ এম শফিউল আজম। বিএসি আয়োজিত এই সভায় তিন ধাপে বাংলাদেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বা তাঁর মনোনীত প্রতিনিধিকে অংশগ্রহন করতে আমন্ত্রণ জানানো হয়। সভায় মতবিনিময় কালে বিএসির পক্ষ থেকে সরকারকর্তৃক প্রবর্তিত অ্যাক্রেডিটেশন আইন এবং সেই আইনের আলোকে প্রস্তুতকৃত অ্যাক্রেডিটেশন, অ্যাক্রেডিটেশন কমিটি এবং আপিল সংক্রান্ত বিধিসমূহের খসড়া অংশগ্রহণকারীদের মাঝে তুলে ধরা হয়। বিএসি’র পূর্ণকালীন সদস্য প্রফেসর সঞ্জয় কুমার অধিকারী এবং প্রফেসর এস, এম কবীর খসড়া বিধিসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যকালে আন্তর্জাতিক পরিমন্ডলে অ্যাক্রেডিটেশনের নিয়ম ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। আলোচনা শেষে আগত বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিনিধিগণ আলোচ্য বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। সভার শেষে বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে এক সাথে কাজ করে যাবার ব্যাপারে সবাই ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।