নবগঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) আয়োজিত এক অনানুষ্ঠানিক সভায় মিলিত হন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান এবং সদস্যগন। আজ রবিবার দুপুরে ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, সদস্য প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন এবং প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরসহ ইউজিসির একটি প্রতিনিধিদল রাজধানীর মহাখালি ̄’ বিএসি এর কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় অংশগ্রহন করেন। এই সময়ে বিএসির চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ, সদস্য ইসতিয়াক আহমদ, প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম, প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী এবং প্রফেসর ড. এস, এম কবীর উপিস্থিত ছিলেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশের উচ্চশিক্ষার মান উন্নয়নে দুই সংস্থা কিভাবে কাজ করতে পারে তা নিয়ে বিশদ আলোচনা করা হয় এবং উভয় সংস্থা একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করে এক সাথে কাজ করবে বলে সভায় উপস্থিত সকলে একমত হন।