Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ সেপ্টেম্বর ২০২০

Learning Outcome-based Curriculum Development শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-03-03

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক আগামী  ১-২ মার্চ ২০২০ তারিখে ''Learning Outcome-based Curriculum Development” শীর্ষক দুই দিন ব্যাপী ওয়ার্কশপ এবং ৩ মার্চ ২০২০ তারিখে “External Quality Assessment Process” শীর্ষক দিনব্যাপী আয়োজিত ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওয়ার্কশপে নিউজিল্যান্ডের Massey University- এর Professor Tim Parkinson প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বর্নিত ওয়ার্কশপসমূহে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০ জন প্রফেসর প্রশিক্ষন গ্রহণ করেন। প্রশিক্ষন প্রাপ্ত এই সকল প্রফেসরগন পরবর্তীতে Learning Outcome-based Curriculum Development এর প্রশিক্ষক হিসেবে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর পক্ষে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উক্ত ওয়ার্কসপসমূহে কাউন্সিলের সকল পূর্নকালীন সদস্যগণ ও সচিব অংশগ্রহণ করেন।