Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ সেপ্টেম্বর ২০২০

বঙ্গবন্ধুর সমাধিতে বিএসি'র চেয়ারম্যান ও নবনিযুক্ত সদস্যগণের শ্রদ্ধা নিবেদন


প্রকাশন তারিখ : 2019-07-06

শিক্ষার মানোন্নয়নে নব গঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটশন কাউন্সিল (বিএসি) এর চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ ও নতুন নিযুক্ত চার সদস্য আজ শনিবার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। নতুন সদস্যরা হলেন- সাবেক সচিব ইশতিয়াক আহমেদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম গোলাম শাহী আলম, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এস.এম কবীর। জিয়ারত শেষে, কাউন্সিলের চেয়ারম্যান পদার্থবিজ্ঞানি ও কলামিস্ট অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে কাজ করবে বিএসি। আধুনিক, মান সম্পন্ন, শিক্ষিত জাতি বিনির্মাণ ও  প্রযুক্তিক শিক্ষায় শিক্ষিত করাই আমাদের এখন মূল লক্ষ্য। এ জন্য সবার সহযোগিতা চান ড. মেসবাহ। বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদনে গর্ববোধ করেন তাঁরা। এর আগে, সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানান বিএসি'র চেয়ারম্যানসহ সদস্যগণ।