বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান পদে শিক্ষা মন্ত্রণালয় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদকে নিয়োগের আদেশ দেয়া হয়েছে। তিনি বিএসি'র প্রথম চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদকে আগামি চার বছরের জন্য এ পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধীন কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক।