বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) এর ২য় কাউন্সিল সভা ২৬/০৭/২০২০ তারিখ রোজ রবিবার সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। বিএসি এর চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে করোনা পরিস্থিতির কারনে প্রথমবারের মতো এই কাউন্সিল সভা অনলাইন ভার্চুয়াল মিটিং প্লাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় কাউন্সিলের পূর্ণকালীন সদস্য জনাব ইসতিয়াক আহমদ, প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম, প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, প্রফেসর ড. এস. এম কবীর এবং খন্ডকালীন সদস্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কলেজ) জনাব মো. আবদুল্লাহ আল হাসান চৌধুরী, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান জনাব শেখ কবির হোসেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) জনাব গোলাম মো. হাসিবুল আলম, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এ বি এম মাকসুদুল আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু উপস্থিত ছিলেন। সভার কার্যপত্র উপস্থাপন করেন কাউন্সিলের সচিব ড. একিউএম শফিউল আজম। সভায় ১ম কাউন্সিল সভার কার্যবিবরণী দৃঢ়িকরণ ও উক্ত সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় কাউন্সিল কর্তৃক প্রনীত খসড়া ‘‘অ্যাক্রেডিটেশন বিধিমালা, ২০২০” সরকার কর্তৃক অনুমোদন প্রক্রিয়ায়নের প্রস্তাব গৃহীত হয়। সভায় উপস্থাপিত কাউন্সিল কর্তৃক প্রণীত ‘‘অ্যাক্রেডিটেশন সংক্রান্ত সাধারন নীতিমালা, ২০১৯” অনুমোদন করা হয়।