উচ্চশিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) একযোগে কাজ করবে বলে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। প্রতিষ্ঠান দু’টির কর্মপরিধি সুনির্দিষ্ট করা সহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ- এর সভাপতিত্বে বিএসি’র সঙ্গে আজ (১২ মার্চ) এক আলোচনা সভায় একথা জানানো হয়। সভায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) এর চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ, ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন ও প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, বিএসি সদস্য ইসতিয়াক আহমদ, প্রফেসর ড. গোলাম শাহি আলম, প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী ও প্রফেসর ড. এসএম কবীর উপস্থিত ছিলেন। এছারাও সভায় ইউজিসি’র বিভাগীয় প্রধানগণ ও বিএসি সচিব প্রফেসর ড. একিউএম শফিউল আজম উপস্থিত ছিলেন।